অপরাধ

নারায়ণগঞ্জে জাল টাকা তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ১

শওকত আলী সৈকত

নারায়ণগঞ্জ, ২০ ডিসেম্বর- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এ সময় জাল টাকা তৈরির অপরাধে মিরাজ মৃধা (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে বাংলাদেশি ১৪টি ১০০ টাকার জাল নোট ও স্ক্যানারসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

শনিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া ভান্ডারিরপুল এলাকায় ওয়াকিল ভূঁইয়ার বাড়িতে র‌্যাব-১১ এ অভিযান চালায়। গ্রেফতারকৃত মিরাজ মৃধা ওই বাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি জাল টাকা তৈরি করে আসছিল বলে র‌্যাব জানিয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : রাজধানীর সব ভাস্কর্য নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতার মিরাজ মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ওয়াকিল ভূঁইয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে বাজারে বিক্রয় করে আসছিলেন। জাল টাকা তৈরির সুবিধার জন্য ঘন ঘন বাসা পরিবর্তন করেছেন। রাতারাতি ধনী হবার লোভে তিনি জাল টাকা তৈরির অবৈধ কাজে লিপ্ত হয়। নিজের বাসায় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে তৈরি করা জাল টাকা নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় জনসাধারণের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২০ ডিসেম্বর

Back to top button