সিলেট

বিএনপির ৪ নেতাকে আজীবন বহিষ্কার

সিলেট, ১৬ জুলাই – সিলেটের বিশ্বনাথ উপজেলার বিএনপির চার নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, তথ্য ও গবেষণা সম্পাদক খায়রুল আমীন আজাদ, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ ও দৌলতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আরব খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এই চার নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ জুলাই ২০২৩

Back to top button