ক্রিকেট

আফগানদের হোয়াইটওয়াশ করতে সাকিবদের দরকার ১১৯

সিলেট, ১৬ জুলাই – সিলেটে তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, নাসুম আহমেদদের দারুণ বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে ১১৬ রানে থামলো আফগানিস্তান। বৃষ্টিতে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ১১৬ রান আফগানিস্তান।

রোববার রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিটন দাস নেমেছেন নতুন এক ওপেনিং সঙ্গী নিয়ে- আফিফ হোসেন। ক্যারিয়ারে প্রথমবার ওপেনিংয়ে এলেন আফিফ। প্রথম ওভারে অবশ্য ঝলক দেখিয়েছেন লিটন। প্রথম দারুণ এক স্ট্রেইট ড্রাইভে চার মেরেছেন, বোলার ফজলহক ফারুকির হাতে লেগে দিক পরিবর্তন করলেও চার হয়েছে ঠিকই। পরের বলে পুল করে মেরেছেন আরেকটি চার। শেষ বলে এসেছে সিঙ্গেল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ জুলাই ২০২৩

Back to top button