বগুড়া

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

বগুড়া, ১৫ জুলাই – বগুড়ার আদমদিঘী উপজেলার মুরইল এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৫ জুলাই ২০২৩

Back to top button