ত্রিপুরা

ত্রিপুরেশ্বরী‌ মন্দির লাগোয়া দিঘি থেকে উদ্ধার নরকঙ্কাল

আগরতলা, ১৩ জুলাই – ত্রিপুরেশ্বরী‌ মন্দির লাগোয়া দিঘি থেকে উদ্ধার নরকঙ্কাল। বুধবার প্রাতঃভ্রমণকারীরা কল্যাণ সাগরে মানুষের মাথা ভাসতে দেখেন। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ নরকঙ্কাল উদ্ধার করে। কে বা কারা নরকঙ্কাল ফেলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার প্রধান মন্টু চন্দ্র দাস জানিয়েছেন, এটি নরকঙ্কাল। তদন্ত করে দেখা হবে। অপরদিকে মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, তিনি খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন। যদি এটি নরকঙ্কাল হয়ে থাকে তবে দিঘি তথা কল্যাণ সাগরকে ধর্মীয় মতে শুদ্ধ করতে হবে। শোধন না করা পর্যন্ত দেবীর কাজে এই জল ব্যবহার করা যাবে না।

রাধাকিশোরপুর থানার পুলিশ নরকঙ্কাল উদ্ধার করছে। তদন্ত চলছে। বুধবার ভোরের এই ঘটনায় ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্য।

সূত্র: সংবাদ প্রতিদিন
আইএ/ ১৩ জুলাই ২০২৩


Back to top button