পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাড়ার হিড়িক

কলকাতা, ১৮ ডিসেম্বর- বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার পর ভারতে প্রতিপক্ষের সাংসদ-নেতা বাগিয়ে নেওয়া নতুন মাত্রা পেয়েছে। সাংসদ কেনাবেচার ঘটনায় কিছু রাজ্যে রীতিমতো সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে।

এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেও একই কৌশলে এগোচ্ছে বিজেপি। আর তাতেই মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গেছে।

এই সময় জানায়, বিধানসভা ভোটের আগেই দলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী দল ছাড়বেন, তা ধরেই নিয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু, একই দিনে শুভেন্দু ছাড়াও আরও দুই নেতা দল ছেড়ে যাওয়ার পরই শুক্রবার কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডেকেছেন মমতা।

সূত্রের বরাত দিয়ে এই সময়ের প্রতিবেদনে বলা হয়, দলের ভাঙন ঠেকানোর রাস্তা খুঁজতেই কালীঘাটের বাড়িতে শুক্রবার বিকেলে জরুরি এই বৈঠক ডাকা হয়েছে।

শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত দিয়েছেন তার সঙ্গে আরও ১০ বিধায়ক তৃণমূল ছাড়বেন। তাই বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তৃণমূলের।

বৃহস্পতিবার শুভেন্দু ছাড়াও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আসানসোলের বিদায়ী মেয়র পৌর প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এবং রাজ্যের সাবেক মন্ত্রী বাঁকুড়া জেলা তৃণমূলের সহ-সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

এখানেই বিদ্রোহের ইতি নয়। বর্ধমান পূর্বের সাংসদ সুনীলকুমার মণ্ডলও বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। আরও কয়েকজন বিধায়কের গতিবিধি সন্দেহজনক ঠেকছে শীর্ষ নেতৃত্বের কাছে।

শুধু বিধায়ক-সাংসদরাই নন, শাসক দলের উদ্বেগ বাড়িয়ে স্থানীয় অনেক নেতার কণ্ঠেও ক্ষোভের সুর শোনা যাচ্ছে। উঠছে উপেক্ষা, বঞ্চনার অভিযোগ। এই অবস্থায় শুক্রবার বিকলের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তৃণমূল নেত্রী মুখে যদিও বলছেন, তিনি বিদ্রোহীদের গুরুত্ব দিতে নারাজ। যারা বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাক।

তৃণমূলের শীর্ষ নেতারাও সুপ্রিমোর সুরে একই কথা বলছেন। কিন্তু, বিধানসভা ভোটের মুখে একে-একে দলছুটের সংখ্যা বাড়ায় অশুভ সংকেত দেখছে দলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন : ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিদেশীয় মহাসড়কে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে মোকাবিলা করার চেয়েও তৃণমূল নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ এখন ভাঙন ঠেকানো।

এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গদি দখলের আগাম ঘোষণা দিয়ে রেখেছে বিজেপি। লোকসভা নির্বাচনে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে সেই ইঙ্গিত দিয়ে রেখেছে হিন্দুত্ববাদী দলটি।

সূত্রঃ দেশ রুপান্তর
আডি/ ১৮ ডিসেম্বর

Back to top button