পিকআপধাক্কায় প্রাণ গেল ব্রাক কর্মকর্তার
নড়াইল, ২৭ জুন – নড়াইলের লোহাগড়া উপজেলায় পিকআপের ধাক্কায় এক ব্রাক কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুন) সকালে তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২৬ জুন) বিকেলে ঢাকা-নড়াইল- যশোর মহাসড়কে নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুল ইসলাম মাগুরার জেলার পুলুম গ্রামের বাসিন্দা। তিনি বরিশালের উজিরপুর উপজেলায় ব্রাকের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, সোমবার বিকেলে শাহিনুল কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে নড়াইল জেলার পার্শ্ববর্তী মাগুরার পুলুম গ্রামে নিজ বাড়ি ফিরছিল। পথিমধ্যে লোহাগড়া উপজেলার বসুপটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ঘাতক পিকআপটি জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ জুন ২০২৩