কলকাতা, ১৮ ডিসেম্বর- উন্নয়নের ধারাবাহিকতায় সামনের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। এই দেশের উন্নয়নে ভারতীয় নাগরিকরাও অনেক গর্ব বোধ করেন। ৪৯তম বিজয় দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেন।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের বঙ্গবন্ধু মঞ্চে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন ছিল মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনার।
প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সম্মাননা প্রাপ্ত নিরমলা মিশ্র, বাংলাদেশের মুক্তিযোদ্ধা বীর প্রতীক লে. কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলি জহির ছাড়াও এই আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।
মুক্তিযুদ্ধ-বাংলাদেশ ও ভারত-বাংলাদেশের সম্পর্কের অতীত বর্তমান নিয়ে যেমন বক্তারা আলোচনা করেন, তেমনই তাদের মুখে ফুটে উঠে বাংলাদেশের উন্নয়নের কথাও।
আরও পড়ুন : বর-কনেসহ ট্রলারডুবি, এখনো নিখোঁজ ৮
এ প্রসঙ্গে কলকাতা উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, বাংলাদেশ আজ অভিজাত স্যাটেলাইট ক্লাবের সদস্য। অর্থনীতিক অগ্রগতিতে বিশ্বের ৫ দেশের একটি বাংলাদেশ। আমরা আজ উন্নয়নের রোল মডেল।
পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টাপাধ্যায় বলেন, যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
মুক্তিযুদ্ধকালীন নানা তথ্য অতিথিদের সামনে তুলে ধরেন কাজী সাজ্জাদ আলি জহির। যা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন সবাই।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৮ ডিসেম্বর