জাতীয়

রেজা কিবরিয়াকে নিয়ে গণঅধিকার পরিষদে ‘অস্বস্তি’

ঢাকা, ১৮ জুন – গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে নিয়ে দলের মধ্যে ‘অস্বস্তি’ শুরু হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে তিনি বিভিন্ন আলোচিত-সমালোচিত সংগঠন ও দলের বৈঠকে অংশগ্রহণ করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। সোমবার দলের বৈঠকে এ নিয়ে আলোচনা করবেন নেতারা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করবেন। দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য।

জানা গেছে, ড. রেজা কিবরিয়া দলের সিদ্ধান্ত না নিয়ে এককভাবে আলোচিত সংগঠন জাতীয় ইনসাফ কায়েম কমিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। ওই সংগঠনের সঙ্গে জড়িত থাকায় এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে দলটি। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে আছে। সেখানে বিএনপির বহিষ্কৃত একজন নেতার নেতৃত্বাধীন সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে রেজা কিবরিয়ার অংশগ্রহণ করা নিয়ে বিব্রত গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ রকমভাবে তিনি আরও অনেক দল ও সংগঠনের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন যেটা তার দল ভালোভাবে নেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু হানিফ জানান, ড. রেজা কিবরিয়া একক সিদ্ধান্তে জাতীয় ইনসাফ কায়েম কমিটির কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এখানে দল কোনোভাবে সম্পৃক্ত নয়। বিষয়টি নিয়ে সোমবার তাদের দলীয় বেঠকে আলোচনা হবে।

এ ব্যাপারে ড. রেজা কিবরিয়া বলেন, দলে এটা নিয়ে মাত্র দুই-একজন নেতার সমস্যা আছে। তবে আমার কোনো সমস্যা নাই।

সূত্র: সমকাল
এম ইউ/১৮ জুন ২০২৩

Back to top button