ঢালিউড

ফের কলকাতার সিনেমায় আরিফিন শুভ

ঢাকা, ১৭ জুন – আবারও কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ। সিনেমার নাম ‘১৯শে এপ্রিল’। সত্তরের দশকে কলকাতায় ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মাণ করবেন অরিন্দম শীল।

ভারতীয় প্রতিবেদন অনুসারে, সুরূপা গুহ নামে এক নারীর রহস্যমৃত্যু হয়েছিল। অনেকের অভিযোগের তীর ছিল তার স্বামী ইন্দ্রনাথ গুহর দিকে। তবে ছাড়া পেয়ে যান ইন্দ্রনাথ। শোনা যায়, তৎকালীন সরকারের সঙ্গে তার সুসম্পর্ক থাকার সুবাদে বেঁচে যান তিনি। সে গল্পই এবার পর্দায় তুলে আনছেন নির্মাতা।

নির্মাতা জানান, সুরূপা গুহর মৃত্যুর রহস্যের ছায়া দেখতে পাওয়া যাবে সিনেমায়। যদিও এর সঙ্গে কিছুটা কল্পনা এবং কাল্পনিক চরিত্র মিশিয়েছেন।

ছবিতে ইন্দ্রনাথের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। তার বিপরীতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অঙ্কিতা চক্রবর্তীকে সুরূপা গুহর চরিত্রে। এছাড়াও থাকবেন সৌরসেনী মৈত্র। তিনি থাকছেন এক পুলিশ অফিসারের চরিত্রে। সাংবাদিকের চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে।

জানা গিয়েছে, চলতি মাসেই শুরু হবে ছবির কাজ। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় এই ছবিটির শুটিং শুরু হবে চলতি মাসেই।

এর আগে ২০১৯ সালে ‘আহা রে’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক ঘটে আরিফিন শুভর। রঞ্জন ঘোষ পরিচালিত এ সিনেমায় তার অভিনয় প্রশংসাও পেয়েছিল। কিন্তু এরপর আর তাকে সেখানে পাওয়া যায়নি। চার বছর পর আবার কলকাতাগামী হচ্ছেন এ নায়ক।

আইএ/ ১৭ জুন ২০২৩

Back to top button