সৌদিতে ঈদ কবে, জানা যাবে কাল
রিয়াদ, ১৭ জুন – মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে—তা জানা যাবে আগামীকাল। শনিবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়, আগামীকাল ১৪৪৪ হিজরি সনের (আরবি বছর) ১১ তম মাস জিলকদের ২৯তম দিন। এদিন যদি বছরের শেষ মাস জিলহজের চাঁদ ওঠে, তাহলে আগামী ২৮ জুন ঈদ পালন করবে সৌদি। সাধারণত এই মাসের ৮ থেকে ১৩ তারিখ—এই ছয় দিনেই হজের মূল কার্যক্রম সম্পাদন করা হয়।
সৌদি সুপ্রিম কোর্ট ইতোমধ্যে জিলহজ মাসের চাঁদ দেখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রাজতন্ত্রের সকল মুসলিমকে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য—২৯ জিলকদের সূর্যাস্তের প্রতি নজর রাখার জন্য অনুরোধ করছে, যা আগামী ১৮ জুন ২০২৩ সালে পড়বে।’
এ সময় যদি কেউ চাঁদ দেখে থাকেন, তাহলে তথ্যটি দ্রুত সময়ের মধ্যে কাছের আদালতে বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মাধ্যমে আদালতকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, জিলহজ মাসের চাঁদ ওঠার উপর নির্ভর করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ। ধর্মীয় নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ পালন করেন। এর আগে সৌদির প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত সরকারি কর্মচারীদের জন্য ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদের ছুটির তারিখ ঘোষণা করে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৭ জুন ২০২৩