জাতীয়

জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

বরিশাল, ১৬ জুন – সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার শায়েখ চরমোনাইকে নিয়ে যে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন তা তার দায়িত্বের সঙ্গে চরম বেমানান। ‘তিনি কি ইন্তেকাল করেছেন?’ এমন বক্তব্য নির্বাচন কমিশনারের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে।

শুক্রবার (১৬ জুন) বিকেল ৩টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য। কিন্তু বর্তমান সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে বারবার একটি নিরপেক্ষ জায়গায় পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছেন। যারা ইনিয়েবিনিয়ে জাতিকে ধোকা দিয়ে বারবার প্রহসনের নির্বাচনের আয়োজন করে চলছে। বর্তমান কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন অতীতের সব নির্লিপ্ততা পেছনে ফেলে মানসিক বিকারগ্রস্ত হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমেদ কাওছারের সভাপতিত্বে ও মহানগর শাখার সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবাইদুর রহমান মাহবুব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীম, বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, বরিশাল জেলা সেক্রেটারী মাওলানা উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, নগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফী, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়াতুল্লাহ আযাদী।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৬ জুন ২০২৩

Back to top button