আজ শুক্রবার ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে
ঢাকা, ১৬ জুন – হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আজ শুক্রবার (১৬ জুন) ও আগামীকাল শনিবার (১৭ জুন) ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে সাপ্তাহিক ছুটির এ দুই দিনও ব্যাংক খোলা থাকছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা ও উপশাখা সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শুক্র (১৬ জুন) ও শনিবার (১৭ জুন) খোলা রাখার নির্দেশনা দেওয়া হলো।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে নির্ধারিত ব্যাংকিং সময় অনুযায়ী। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ব্যাংকের কার্যক্রম।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বৃহস্পতিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো শুক্র ও শনিবার খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়।
সূত্র: দেশ রূাপন্তর
আইএ/ ১৬ জুন ২০২৩