অস্ট্রেলিয়া

৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল টোঙ্গা

নুকুয়ালোফা, ১৬ জুন – প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২।

শুক্রবার ভোরে আঘাত হানা ভূমিকম্পটিতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টোঙ্গা থেকে প্রায় ২৮০ কিলোমিটার (১৭৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে এবং ১৬৭.৪ কিলোমিটার (১০৪ মাইল) গভীরে।

ভূমিকম্পের পর মার্কিন পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনো হুমকি নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বলেছে।

অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটিওরোলজিও জানিয়েছে, অস্ট্রেলিয়ায় সুনামির কোনো হুমকি নেই।

সূত্র: সমকাল
আইএ/ ১৬ জুন ২০২৩

Back to top button