বলিউড

ইতালিতে শিল্পা, বাড়িতে চুরি

মুম্বাই, ১৬ জুন – ছুটি কাটাতে স্বামী-পুত্র-কন্যা সহ ইতালিতে রয়েছেন শিল্পা শেঠি। আর সেই ফাঁকেই গত সপ্তাহে শিল্পা ও রাজ কুন্দ্রার জুহুর বাড়িতে ঢুকেছিল চোর। চুরি যায় বেশকিছু মূল্যবান জিনিস। ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের হয়।

ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার মুম্বাই পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
জুহু পুলিশ জানিয়েছে, আটক ওই ব্যক্তিরা আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্প্রতি ৪৮ বছরে পা দিয়েছেন শিল্পা শেট্টি।

এই মুহূর্তে শিল্পা অবশ্য ইতালিতেই রয়েছেন। সেখানেই তার জন্মদিন উদযাপন হয়েছে। ইতালিতে থেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন শিল্পা।

এদিকে দীর্ঘ ১৪ বছর পর ২০২১ সালে ‘হাঙ্গামা-২’ দিয়ে অভিনয় দুনিয়ায় কামব্যাক করেছেন শিল্পা শেট্টি।

এরপর ২০২২ সালে ‘নিকাম্মা’ ছবিতে দেখা যায় শিল্পাকে। খুব শীঘ্রই রোহিত শেঠির ওটিটি প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে শিল্পাকে। সেখানে তার সঙ্গে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়ের মতো অভিনেতারা। সোনাই যোশীর ‘সুখী’তেও দেখা যাবে শিল্পাকে।
১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন শিল্পা।

পরবর্তীকালে ‘ফির মিলেঙ্গে’, ‘ধরকন’ সহ বহু সিনেমায় অভিনয় করেন। হলিউড শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ জেতার পর বিদেশেও পরিচিতি পান শিল্পা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, ‘অভিনয়ে এসেছি, তাই সুন্দর ও গ্ল্যামারাস থাকতে চাই। এতে লুকোচুরির কিছু নেই।’

আইএ/ ১৬ জুন ২০২৩

Back to top button