জাতীয়

দুই মহানগরে আজ বিএনপির পদযাত্রা

ঢাকা, ১৬ জুন – লোডশেডিং, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবিতে ঢাকার দুই মহানগরে পদযাত্রা করবে বিএনপি।

শুক্রবার (১৩ জুন) দুপুরে জুমার নামাজের পর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে আলাদা দুটি স্থানে এই পদযাত্রার আয়োজন করা হবে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি দুপুর আড়াইটায় মিরপুর পল্লবীর স্বপ্ন সুপার শপের সামনে থেকে শুরু হয়ে আগারগাঁও গিয়ে শেষ হবে।

আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা দুপুর ৩টায় আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিম খানা থেকে শুরু করে লালবাগ-চকবাজার হয়ে আরমানিটোলা মাঠে এসে শেষ হবে। এসব পদযাত্রায় বিএনপি কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন।

এর আগে একই দাবিতে ১৩ জুন দুই মহানগরের পদযাত্রা করে বিএনপি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৬ জুন ২০২৩

Back to top button