বলিউড
মাদকসহ প্রযোজক গ্রেফতার
হায়দ্রাবাদ, ১৫ জুন – দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্রযোজক কে পি চৌধুরী। রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন প্রযোজক কে পি। গতকাল বুধবার হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার হন এই প্রযোজক।
পুলিশ সূত্রে জানা যায়, প্রযোজকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৮২.৭৫ গ্রাম কোকেন। কয়েকদিন আগে গোয়াতে গিয়েছিলেন প্রযোজক কে পি চৌধুরী।
পুলিশের সন্দেহ গোয়া থেকেই এই মাদক আমদানি করেছেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগে ২০২১ সালে এবং ২০১৭ সালে দক্ষিণী ইন্ডাস্ট্রির চলা মাদক সরবরাহের মামলাতেও যুক্ত ছিলেন এই পরিচালক।
এই কাণ্ডে তামিল ইন্ডাস্ট্রির অনেকের নামও বের হয়ে আসতে পারে। আপাতত জেলে হেফাজতেই রাখা হয়েছে প্রযোজক কে পি চৌধুরীকে।
আইএ/ ১৫ জুন ২০২৩