সুনামগঞ্জ

সুনামগঞ্জে নদীর পানি বাড়ছে

সুনামগঞ্জ, ১৫ জুন – উজান থেকে থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও থেমে থেমে বৃষ্টির কারণে সুনামগঞ্জে সুরমা, যাদুকাটাসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬১ সেন্টিমিটার নিচ পর্যন্ত প্রবাহিত হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বাড়ছে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ জুন ২০২৩

Back to top button