প্রথমবারের মতো হাইকোর্টে এসেছি, বিষয়টা আমার জন্য দুঃখজনক
ঢাকা, ১৪ জুন – বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনেছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তবে সুমনের সব ‘মানহানিকর’ বক্তব্য ও পাবলিক ডোমেইনে থাকা ‘ভুয়া তথ্য’ অপসারণের নির্দেশনা চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করেন সালাউদ্দিন। আজ বুধবার সে রিটের শুনানিতে হাজির ছিলেন তিনি।
শুনানি শেষে হাইকোর্টে উপস্থিত সাংবাদিকদের কাজী সালাউদ্দিন বলেন, ‘জীবনে প্রথমবার আমি হাইকোর্টে এসেছি। এসব বিষয় নিয়ে আদালতে আসাটাও আমার জন্য ভেরি স্যাড (খুবই দুঃখজনক)।’
এর আগে আজ সকালে ফিফার টাকা নিয়ে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে সংবাদমাধ্যম ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কোনো ধরনের মতামত প্রকাশ করতে পারবেন না বলে আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে কাজী সালাউদ্দিনকেও মতামত দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
তার আগে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব মানহানিকর বক্তব্য সরাতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বাফুফে সভাপতি।
এর আগে ৬ জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কাজী সালাউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করায় ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ১৭ ব্যক্তি/সংস্থাকে আইনজীবী আজমালুল হোসেন কিউসির মাধ্যমে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠান সালাউদ্দিন।
এছাড়া বাফুফে থেকে সদ্য পদত্যাগ করা নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন, ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরীকেও একই নোটিশ দেওয়া হয়। পাশাপাশি সংবাদমাধ্যমে প্রচারিত কিছু সংবাদ ও সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়া একটি টিভি চ্যানেল এবং পত্রিকার সংবাদকর্মীদেরও আইনি নোটিশ দিয়েছেন সালাউদ্দিনের আইনজীবী।
সূত্র: আমাদের সময়
এম ইউ/১৪ জুন ২০২৩