সাভারে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫
ঢাকা, ১৪ জুন – সাভারের রাজ্জাক প্লাজায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন শিক্ষার্থীর ওপর সংঘবদ্ধ হামলা করেছে মার্কেটের মোবাইল দোকানিরা, এতে পাঁচজন শিক্ষার্থী গুরুতর জখম হন। মঙ্গলবার (১৩ জুন) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা তুলনামূলকভাবে আশঙ্কাজনক হওয়ায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ফোন মেরামত করতে সাভারের রাজ্জাক প্লাজার সিয়াম টেলিকমে যান। ফোন হাতে পাওয়ার পর তিনি ফোনের মূল্যবান যন্ত্রাংশ খুলে রেখে দেয়া হয়েছে বলে সন্দেহ করেন। পরবর্তীতে তার কয়েকজন সহপাঠী দোকানদারদের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মার্কেটের বেশ কয়েকটি মোবাইলের দোকানের কর্মচারীরা একত্রিত হয়ে শিক্ষার্থীদের উপর সংঘবদ্ধ হামলা করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তন ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) এক শিক্ষার্থীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে এবং একই ব্যাচের অপর এক শিক্ষার্থীর পিঠে উত্তপ্ত লোহা দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অন্যরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ব্যাপারে জানতে পেরে ক্যাম্পাস থেকে আরও কয়েকজন শিক্ষার্থী সাভারের রাজ্জাক প্লাজায় গেলে তাদের সাথে আরেক দফা সংঘর্ষ হয় দোকানদারদের। এ সময় মার্কেটের মূল ফটক আটকে দেয়া হয়, বেশ কয়েকজন শিক্ষার্থী ভেতরে আটকা পড়েন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান ঘটনাস্থলে উপস্থিত হন।
রাজ্জাক প্লাজা দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু গণমাধ্যমকর্মীদের বলেন, শিক্ষার্থীদের মারধরের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করবো। পাশাপাশি শিক্ষার্থীদের যেসব ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্জাক প্লাজার ভেতরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাজ্জাক প্লাজা দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির মধ্যে বৈঠক হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ জুন ২০২৩