জাতীয়

সকালে পশ্চিমাঞ্চলের দুপুরে পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি

ঢাকা, ১৩ জুন – পবিত্র ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বুধবার (১৪ জুন) থেকে। তবে এবার টিকিট বিক্রির সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ১২টা থেকে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৩০ মে দুুপরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও এ তথ্য জানান।

ওইদিন মন্ত্রী বলেন, প্রথম দিন ২৪ জুনের টিকিট দেওয়া হবে। এভাবে পর্যায়ক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুনে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ জুনের টিকিট।

একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন থেকে। ওইদিন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ জুন পাওয়া যাবে ৩, ৪, ৫, ৬ জুলাইয়ের টিকিট।

গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে ঈদযাত্রার বিক্রিত টিকিট এবার ফেরত দেওয়া হবে না।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ জুন ২০২৩

Back to top button