ইউরোপ

ইউক্রেনের মধ্যাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

কিয়েভ, ১৩ জুন – ইউক্রেনের মধ্যাঞ্চলে ক্রিভি রি শহরে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার ভোরবেলায় এ হামলা চালায় রাশিয়া মঙ্গলবার আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সকালে টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে ওই অঞ্চলের গভর্নর সেরহি লিসাক জানান, একটি পাঁচতলা ভবন ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনের ছয় বাসিন্দা মারা গেছে এবং ২৫ জন আহত হয়েছে।

ক্রিভি রিতে এটি একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা বলে জানান তিনি।

এদিকে এক টুইটে এ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সন্ত্রাসীদের কখনই ক্ষমা করা হবে না এবং তারা যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে তার জন্য জবাবদিহি করা হবে বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ক্রিভি রি শহরের আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে এবং অন্য একটি এলাকায় আগুন লেগেছে।

ধারণা করা হচ্ছে-ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে।

এদিকে মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৩ জুন ২০২৩

Back to top button