রাজশাহী

রাসিক নির্বাচন: ভোটের সময় মেসে থাকতে পারবেন না বহিরাগতরা

রাজশাহী, ১৩ জুন – রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণের দুই দিন আগে থেকে মেসে কোনো বহিরাগত থাকতে পারবেন না।

সোমবার (১১ জুন) রাজশাহী মহানগর মেস মালিক সমিতি এ সিদ্ধান্ত জানিয়ে মেস মালিকদের চিঠি দিয়েছেন।

মেস মালিক সমিতির চিঠিতে বলা হয়েছে, আগামী ১৯ থেকে ২১ জুন শিক্ষার্থীরা মেসে থাকতে পারবেন। তবে এই সময় কোনো বহিরাগত অতিথি মেসে থাকতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করতে মেস মালিকদের সমিতি অনুরোধ করেছে।

এদিকে সমিতির সভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এএসএম ওমর শরিফ ও যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, ‘নাশকতা বা যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের পরিবেশ সুন্দর রাখা আমাদের দায়িত্ব।’

উল্লেখ্য, আগামী ২১ জুন রাসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ জুন ২০২৩

Back to top button