সিটি নির্বাচন : খুলনায় বিএনপির আরও ১৪ নেতাকে শোকজ নোটিশ
খুলনা, ১২ জুন – দলের সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে মহানগর বিএনপির আরও ১৪ নেতাকর্মীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে খুলনা মহানগর বিএনপি।
রোববার (১১ জুন) খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মো. মিজানুর রহমান মিল্টন এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশ পাওয়া ১৪ নেতাকর্মী হলেন ২০ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সাবু খন্দকার, খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সাহেব আলী, ১০ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার, ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন বাচ্চু, ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. জামাল হোসেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সদস্য ওয়াদুদ, মহানগর যুবদলের সদস্য মো. রাসেল, মহানগর মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহানাজ বেগম লুসাই, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. পলাশ, ১৪ নং ওয়ার্ড বিএনপির খান মাহবুবুর রহমান, মহানগর শ্রমিক দলের ইব্রাহিম খলিল মাছুম, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহিন শেখ।
উল্লেখ্য, এর আগে নির্বাচনে অংশ নেওয়ায় ৯ জনকে আজীবন বহিস্কার করা হয়েছিল; আর ১১ জনকে দেওয়া হয়েছিল কারণ দর্শানোর নোটিশ।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ জুন ২০২৩