ক্রিকেট

১০০ টাকায় মিলবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের টিকিট

ঢাকা, ১১ জুন – ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আগামী ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। আসন্ন এই টেস্ট ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১১ জুন) বিকেলে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। দর্শকরা যেন মাঠে সহজেই প্রবেশ করতে পারে, তাই সর্বনিম্ন ১০০ টাকায় খেলা দেখার সুযোগ করে দিয়েছে বোর্ড।

বিসিবির প্রকাশিত টিকিটের মূল্য তালিকায় ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা রাখা হয়েছে। এ ছাড়া সাউথ স্ট্যান্ড-নর্থ স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকায় কেনা যাবে।

ম্যাচের আগের দিন থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট কাটতে পারবেন। এবারও অনলাইনে টিকিট কাটার সুবিধা রেখেছে বোর্ড।

বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://ticket.tigercricket.com.bd/ থেকে অনলাইনে একজন ব্যক্তি দুইটি টিকিট কাটতে পারবেন। ১২ জুন দুপুর ২টা থেকে শুরু হবে অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া। টিকিট কিনতে হলে দর্শকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর থাকা লাগবে।

অনলাইনে ক্রয় করা টিকিট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশের টিকিট বুথ থেকে সংগ্রহ করতে হবে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে টিকিট সংগ্রহ করা যাবে।

এখন পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে কেবল একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে চট্টগ্রামে হওয়া সেই টেস্টে লাল সবুজ জার্সিধারীদের হারতে হয়েছিল ২২৪ রানে।

বাংলাদেশের বিপক্ষে দুই দফায় তিন ফরম্যাটের সিরিজ খেলবে আফগানরা। প্রথমবার শুধুমাত্র টেস্ট খেলেই ভারতে চলে যাবে তারা। এরপর জুলাইয়ে আফগানরা ফিরবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ জুন ২০২৩

Back to top button