কিশোরগঞ্জ

সম্মেলন থেকে যুবদল নেতাকে গ্রেপ্তার

কিশোরগঞ্জ, ১১ জুন – কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যুবদলের কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ জুন) পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার মঠখোলা বাজারে এগারসিন্দুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খন্দকার আল আশরাফ মামুনের গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকায়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন জানান, এগারসিন্দুর ইউনিয়ন মঠখোলা এলাকায় মামুন ভাইয়ের বাড়ি। তাই তিনি এ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সম্মেলনে হঠাৎ হামলা চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ জুন ২০২৩

Back to top button