সুদানে ২৪ ঘণ্টা যুদ্ধবিরতি
খার্তুম, ১০ জুন – সুদানে বিবদমানরা শনিবার (১০ জুন) থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
শুক্রবার (৯ জুন) সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (১০ জুন) খার্তুমের সময় সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় বিবদমানরা আন্দোলন, হামলা, বিমান বা ড্রোন ব্যবহার, বিমান হামলা, আর্টিলারি স্ট্রাইক থেকে বিরত থাকবে। এ সময় তারা সামরিক সুবিধাও নিতে পারবে না। তারা সারাদেশে নিরবচ্ছিন্ন চলাচল এবং মানবিক সহায়তা প্রদানের সহায়তা করতে রাজি হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও আন্তর্জাতিক মধ্যস্থতায় সুদানে কয়েকদফা যুদ্ধবিরতি কার্যকর হলেও পরে তা ভেস্তে যায়। এ জন্য বিবদমানরা একে-অপরকে দায়ী করেছে। এজন্য এবার আগেভাগেই সতর্কতা জারি করে হোয়াইট হাউস বলেছে, যারাই সুদানে সহিংসতায় জড়াবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ জুন ২০২৩