বলিউড

প্রতারণার শিকার হয়ে থানায় হাজির হলেন টাইগার শ্রফের মা

মুম্বাই, ১০ জুন – লাখ লাখ টাকা খুইয়েছেন অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ। পরে টাকা উদ্ধার করতে থানায় হাজির হন টাইগার শ্রফের মা। প্রায় ৫৮ লাখ টাকার প্রতারণার শিকার হয়েছেন তিনি।

মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় আলান ফার্নান্দেজ নামের এক ব্যক্তির নামে অভিযোগ জানিয়েছেন টাইগারের মা। ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৮, ৪৫৬, ৪৬৭ এবং ৪৬৮ ধারায় মামলা করেছেন জ্যাকি-পত্নী।

সূত্রের খবর, ২০১৮ সালে ২০ নভেম্বর ওই ব্যক্তিকে টাইগার শ্রফ ও তার মা আয়েশার শ্রফের কোম্পানির একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়। ওই ব্যক্তি টাইগার ও তার মায়ের কোম্পানির নাম ভাঙিয়ে ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫৮ লাখ টাকা বাজার থেকে তোলেন।

এবারই প্রথম নয়, ৮ বছর আগেও প্রতারণার শিকার হয়েছিলেন আয়েশা। আগে তিনি খুইয়েছিলেন ৪ কোটি টাকা। সেই সময় মামলা করেছিলেন অভিনেতা শাহিল খানের বিরুদ্ধে।

আইএ/ ১০ জুন ২০২৩

Back to top button