জামালপুর

জামালপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৪

জামালপুর, ০৯ জুন – জামালপুরে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের নান্দিনার অদূরে রানাগাছা মুদিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন আহতও হন।

নিহতরা হলেন উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) ও সাহেদ আলী।

নিহতদের মরদেহ জামালপুর সদর থানায় রয়েছে। দুর্ঘটনার শিকার ট্রাক ও অটোরিকশা ঘটনাস্থলেই পড়ে আছে। আহতদের নাম পরিচয় যায়নি।

জামালপুর সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৯ জুন ২০২৩

Back to top button