জাতীয়

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে

ঢাকা, ০৮ জুন – তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাদ দিয়ে বিএনপি এখন নিরপেক্ষ সরকারের কথা বলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের সমর্থন না পেয়ে বিএনপি এখন নিরপেক্ষ সরকারের কথা বলছে। চলতি সরকারই আগামী নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে শেখ হাসিনা নির্বাচনকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বিএনপি যেসব দেশের কাছে ধরনা দেয়, সেসব দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিং বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশ এখন শতভাগ বিদ্যুতের আওতায়। এখন গ্রামে মসজিদ ও বাসা-বাড়িতেও এসি চলে। ১৪ বছর আগেও এগুলো ছিল না। একটু ধৈর্য্য ধরুন বিদ্যুতের সমস্যা ১৫ থেকে ২০ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী, শিক্ষাবিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ, আইইউসিএন’র কান্ট্রি ডিরেক্টর মো. রাকিবুল আমিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ জুন ২০২৩

Back to top button