ঢালিউড

এমপি হতে চাওয়ার কারণ জানালেন অভিনেতা সিদ্দিক

ঢাকা, ০৮ জুন – চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে লড়তে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। নির্বাচনকে ঘিরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

মানুষের জন্যই সংসদ সদস্য হতে চান বলে জানান এ অভিনেতা। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকে বাবাকে মানুষের পাশে দাঁড়াতে ও সাহায্য-সহযোগিতা করতে দেখেছি। সেই শিক্ষাটা আমার ভেতরে রয়ে গেছে। আমি নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আমার নামে।’

রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি সিদ্দিক। তার কথায়, ‘রাজনীতি হচ্ছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলি থেকে কেউ শিল্পী হয়নি। কিন্তু আমি একজন শিল্পী হয়েছি, শিল্পীসত্তাকে ধারণ করেছি।’

নিজের কাজের ফিরিস্তি তুলে ধরে এ অভিনেতা আরও বলেন, ‘আমি যে স্কুলে পড়ালেখা করেছি সেখানে আমার নামে ছাত্রাবাস করে দিয়েছি। এরকম আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদ-মাদ্রাসায় উন্নয়ন করেছি।’

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়নপত্রও কিনেছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। সেবার এই আসন থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সে কারণে সিদ্দিকের টার্গেট এবার ঢাকা-১৭। এবার তার ইচ্ছা সংসদ সদস্য হওয়া।

আইএ/ ০৮ জুন ২০২৩

Back to top button