সিলেট
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের
সিলেট, ০৭ জুন – সিলেটের নাজিরবাজারে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ থেকে ১৪ জন। আজ বুধবার (৭ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোলরুম থেকে বলা হয়েছে, পিকআপ ভ্যানটি ৩০ থেকে ৩৫ জন নির্মাণশ্রমিক নিয়ে যাচ্ছিল। পরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের চালক ঘটনার পর পর পালিয়ে যায়। তবে ট্রাকের চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
আইএ/ ০৭ জুন ২০২৩