৮ জুন সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি
ঢাকা, ০৬ জুন – ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। দেশব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচি চলবে দেশের বিদ্যুৎ অফিসগুলোর সামনে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে, গতকাল (সোমবার) দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রিজভী বলেন, দেশে চলছে ভয়াবহ লোডশেডিং। একই সঙ্গে চলছে বিদ্যুৎ খাতে দুর্নীতি। এর প্রতিবাদে আগামী ৮ জুন জেলা পর্যায়ের বিদ্যুৎ অফিসের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান করে স্মারকলিপি দেব আমরা।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ অনেকে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৬ জুন ২০২৩