আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাদেশিক গভর্নর নিহত
কাবুল, ০৬ জুন – আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে উত্তর-পূর্ব বাদাখশান সীমান্ত প্রদেশের ডেপুটি গভর্নরসহ অন্তত দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার প্রদেশটির মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
বাদাখশান তথ্য অফিসের প্রধান মাহজুদিন আহমাদী বলেন, মৌলভি নিসার আহমেদ আহমদী প্রাদেশিক রাজধানী ফৈজাবাদে কাজের জন্য যাচ্ছিলেন। তখন একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে তার গাড়িতে ধাক্কা দেয়। এ ঘটনায় ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদী তার চালকসহ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন বেসামরিক ব্যক্তি।
তাৎক্ষণিকভাবে বোমা হামলার পেছনে কে বা কারা জড়িত তা জানা যায়নি। তবে গত কয়েক সপ্তাহের মধ্যে এটিকে আফগানিস্তানে তালিবান কর্মকর্তাদের উপর ‘প্রথম বড় হামলা’ বলে আখ্যায়িত করা হয়েছে।
এদিকে ডেপুটি গভর্নরকে হত্যার ঘটনায় জঙ্গি সংগঠন দায়েশের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তালিবান প্রশাসন। গোষ্ঠীটি আর আগেও শহরের কেন্দ্রে হামলা চালানোর ঘটনা স্বীকার করেছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জুন ২০২৩