জাতীয়

জামাতুল আনসার ফীলের অর্থ শাখার প্রধানসহ গ্রেফতার ৩

ঢাকা, ০৬ জুন – নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন ওরফে রাকিবকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার আরও দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।

সোমবার (৫ জুন) রাতে গাজীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন ওরফে রাকিবসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে।

কয়েকমাস ধরে ধারাবাহিক অভিযানে নতুন জঙ্গি সংগঠন ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একাধিক সদস্যকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ জুন ২০২৩

Back to top button