জাতীয়

দায়িত্বের বাইরে রাষ্ট্রদূতরা কোনো কাজ করলে ব্যবস্থা

ঢাকা, ০৫ জুন – বাংলাদেশে কর্মরত বিদেশি রাষ্ট্রদূতরা তাদের দায়িত্বের বাইরে গিয়ে কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছয় মাস আগে বিদেশি দূতদের কেউ কেউ দায়িত্বের বাইরে গিয়ে কাজ করেছিলেন, আবারও একই ঘটনা হলে প্রয়োজনে ব্যবস্থা নেবে সরকার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ৬ মার্কিন কংগ্রেসম্যানের লেখা চিঠির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে তথ্যের বড় ধরনের ঘাটতি আছে। আমরা প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করব। নির্বাচন ঘনিয়ে আসছে, এসব বিষয় আরো আসবে।

ভারতের পার্লামেন্টে অখন্ড ভারতের যে মানচিত্রের ম্যুরাল তৈরি হয়েছে তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের অখণ্ড মানচিত্রের বিষয়ে দিল্লি দূতাবাসকে বিস্তারিত জানাতে বলা হয়েছে। এ মানচিত্রটি গৌতম বুদ্ধের সময়েরও আগের। এটা রাজনৈতিক বিষয় নয়।

সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে শাহরিয়ার আলম বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার তত বাড়বে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ জুন ২০২৩

Back to top button