আইন-আদালত

মন্দিরের ২০০ ভরি স্বর্ণ চুরি: তিন আসামির ৮ বছর কারাদণ্ড

ঢাকা, ০৫ জুন – ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ২০০ ভরি স্বর্ণসহ টাকা চুরির মামলায় তিন আসামিকে ৮ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- মনির হোসেন, গরীব উল্লাহ ওরফে আসলাম এবং মনিরুল। দণ্ডের পাশাপাশি আসামিদের চার হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও চার মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।।

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এদিকে রায়ে আসামি শাহ আলম, সবুজ আহম্মেদ ও সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৫ জুন ২০২৩

Back to top button