ঢালিউড

টিজারে সাড়া, ‘অন্তর্জাল’ সিনেমায় দর্শকের অভিনয়ের সুযোগ

ঢাকা, ০৫ জুন – আসছে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। মুক্তির আগে এখন চলছে জোরসে প্রচারণা। এরমধ্যে সম্প্রতি উন্মুক্ত হল সিনেমাটির টিজার যা ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।

তিন তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন ও সাইবার ওয়ার্ল্ডে হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই নিয়ে ‘অন্তর্জাল’ ছবি। প্রযুক্তি একটি রাষ্ট্রকে কৃত্রিম সংকটের মুখে ফেলে দেয়, সেই সংকট থেকে উত্তরণের অভিযাত্রা নিয়েই ‘অন্তর্জাল’।

টিজার দেখে দর্শকরা ধারণা করছেন, এতে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলার গল্প উঠে আসবে। ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারটি দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়াচ্ছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ইতিবাচক আলোচনা।

টিজারের শেষের দিকে দর্শকদের জন্য একটি ঘোষণা দেওয়া হয়েছে। দর্শকদের জন্য এ সিনেমাতে অভিনয়ের সুযোগ থাকছে! একটি ক্যাম্পেইনের মাধ্যমে একটি দৃশ্যের জন্য সারা দেশ থেকে অভিনয়শিল্পী সংগ্রহ করা হচ্ছে। এরইমধ্যে ‘বি আ পার্ট অব অন্তর্জাল’ নামে ক্যাম্পেইনও শুরু হয়েছে, যেখানে অংশ নিয়ে দর্শক নিজেকে দেখতে পারবেন বড় পর্দায়।

বিষয়টি নিয়ে ছবিটির নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘অন্তর্জালের গল্পে একটা মোচড় আছে। একটি দৃশ্যে বাংলাদেশের সমস্ত প্রোগ্রামারকে কানেক্ট করার প্রয়োজন হয়ে পড়ে। কারণ, অনেক বড় হামলা হয়।’

নির্মাতা জানিয়েছেন, ১০ জুনের মধ্যে ২০-৩০ বছর বয়সী তরুণেরা নিজেদের ভিডিও পাঠাতে পারবেন। ভিডিও কীভাবে করতে হবে, সেটার দিকনির্দেশনা দেওয়া আছে মোশন পিপল স্টুডিওসের ওয়েবসাইটে (motionpeoplestudio.com)। সে অনুযায়ী ভিডিও পাঠালে সেটা সম্পাদনা করে সিনেমার দৃশ্যে রাখা হবে।

নির্মাতার এ ঘোষণার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি অন্তর্জালের শুটিং এখনো শেষ হয়নি? বিষয়টি খোলাসা করে দীপংকর দীপন বলছেন, ‘অনেকে ভাবছেন, অন্তর্জালের শুটিং কি বাকি আছে এখনো? শুটিং বাকি নেই। আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট আছে। নতুন এ বিষয়টি একটা অ্যাড-অনস হিসেবে কাজ করবে। যাদের ভিডিও বেশি ভালো হবে, তাদেরকে এ সিনেমায় গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হবে।’

পরিচালক মনে করেন, বাংলা সিনেমার বর্তমান সময়টা খুবই রঙিন। সেই রঙিন সময়ে দর্শকদের সামনে সাইবার ভিত্তিক ছবি ‘অন্তর্জাল’ এক দারুণ অভিজ্ঞতা তৈরি করবে।

তিনি বলেন, টিজারের মাধ্যমে দর্শকদের সেই বার্তা দিয়েছি। ঈদুল আযহার বাংলাদেশসহ বিশ্বের পাঁচ মহাদেশের মুক্তি পাবে অন্তর্জাল।

সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, বিদ্যা সিনহা মিম, মাশরুর ইনান প্রমুখ।

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমাটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট। চলচ্চিত্রের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

এম ইউ/০৩ জুন ২০২৩

Back to top button