সিলেট

বিদেশিরা কে কী বলল তা নিয়ে মাথাব্যথার কিছু নেই

সিলেট, ০৫ জুন – সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও উন্নয়ন কর্মী রাশেদা কে চৌধুরী বলেছেন, বিদেশিরা কে কী বলল তা নিয়ে আমাদের এতো মাথাব্যথার কিছু নেই; দেশের জনগণ কী ভাবছে সেটাই বড় বিষয়।

সম্প্রতি আমেরিকার ভিসানীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন।

রোববার (৪ জুন) সন্ধ্যায় নগরীর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম চৌধুরী কিমের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

গত ২৪ মে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ ভিসা নীতির আওতায় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িতদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করবে দেশটি।

এই ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ বিএনপিসহ সব দলই প্রতিক্রিয়া দেখালেও রাশেদা কে চৌধুরী বলছেন, এ নিয়ে বাংলাদেশের মাথাব্যথার কিছু নেই।

নির্বাচনকালীন সরকার ঘিরে আলোচনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যে সরকারে যে প্রক্রিয়াতেই নির্বাচন হোক না কেন, সেটাতে জনগণের আস্থা থাকতে হবে। তার মতে, সবগুলো বড় দলকে নির্বাচনে আনতে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারেরও বড় দায়িত্ব আছে। সবগুলো দল যাতে নির্বাচনে আসে সেই পরিবেশ তৈরি করাটা জরুরি।

তিনি আরও বলেন, গাজীপুরের ভোটে নির্বাচনে কমিশন ভালো ভূমিকা পালন করেছে, তবে ভোটার উপস্থিতি কম হওয়াটা ভিন্ন বার্তা দিচ্ছে। ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা জরুরি বলেও মন্তব্য তার।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, এটাই সমাধান নয়; সমাধান হলো, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া। সেই জায়গাটায় নির্বাচন কমিশনের কাজ করা উচিত, যাতে ভোটারদের আস্থাটা থাকে।

রোববার রাতে নগরের হাউজিং এস্টেট এলাকায় নিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম চৌধুরী কিম। এসময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীসহ এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন।

সূত্র: সিলেটটুডে২৪
আইএ/ ০৫ জুন ২০২৩

Back to top button