ঢালিউড

জবাব দেবেন পরীমণি, ততক্ষণ পর্যন্ত রাজকে সুস্থ-স্বাভাবিক মস্তিষ্কে থাকার আহ্বান

ঢাকা, ০৫ জুন – বর্তমানে দাম্পত্য জীবনে ব্যাপক টানাপড়েন চলছে রাজ-পরীমণির। রীতিমতো বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকাদম্পতি। গেল ২৯ মে অভিনেতার ফেসবুক থেকে জনপ্রিয় তিন অভিনেত্রীর ছবি ও ভিডিও ফাঁসের পর থেকেই মূলত তাদের সম্পর্কে ফাটল ধরে। এবার রাজকে সংযত হওয়ার কথা বলেন পরীমণি।

সোমবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দেন এই অভিনেত্রী।

পরীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

সারা ফাইরুজ যাইমা আপু, আপনার এই প্রফেশনাল ম্যানারিজমটাকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে। কি দারুন!

কিন্তু শরিফুল রাজ, সামনে বসে থাকা একজন নারী উপস্থাপক এত ভদ্রতার সঙ্গে আপনাকে প্রশ্ন করছেন, কথা বলছেন অথচ আপনি অসভ্য এবং উগ্রতার সঙ্গে তর্ক করার মতো করে কথা বলে যাচ্ছেন!

আপনাদের বন্ধুদের একান্ত মূহুর্তের সেই সব বাজে, নোংরা ভাষা (ফাকিং) আপনি সেটাও বলে ফেললেন! আবার ফর এন এক্সাম্পল, বলে সামনে বসা নারীকে আপনার ওয়াইফ হিসেবে দাঁড় করে কিছু ব্যাখা দেওয়া একজন নারীকে বিব্রত করতে পারে এটা বোঝেন না?

আপনার কালকের লাইভের সব কথার উত্তর আপনাকে আজ লাইভেই দেব। ততোক্ষন সুস্থ এবং স্বাভাবিক মস্তিস্কে থাকার চেষ্টা করবেন অব্যশই।

আইএ/ ০৫ জুন ২০২৩

Back to top button