মধ্যপ্রাচ্য

দিনে ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে সৌদি আরব

রিয়াদ, ০৫ জুন – ওপেক ও এর সহযোগী দেশগুলোর বৈঠকের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত হয়েছে। সৌদি আরব জানিয়েছে, আগামী জুলাই মাস থেকে প্রতিদিন ১০ লাখ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।

পড়তির দিকে থাকা তেলের দাম স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সৌদি।

সৌদির জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান জানিয়েছেন, এটা জুলাই মাসের জন্য হলেও আগামীতে তেল উৎপাদন আরো কমাতে হবে।
গত সপ্তাহে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারের কাছাকাছি চলে আসে। দরপতন ঠেকাতেই ওপেনভুক্ত দেশগুলো রাশিয়ার নেতৃত্বে বৈঠকের ডাক দেয়। সেখান থেকেই তেল উৎপাদন কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় সংস্থাটির সদস্য ও সহযোগী দেশগুলো।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৫ জুন ২০২৩

Back to top button