এশিয়া

চীনে ভূমিধসে নিহত ১৪

বেইজিং, ০৪ জুন – চীনের সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। রোববার দেশটি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিসিটিভি বলছে, রোববার সকালের দিকে সিচুয়ানের দক্ষিণের লেশান শহরের কাছের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৬টার দিকের এই ভূমিধসে ১৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত এই সংবাদমাধ্যম বলছে, ভূমিধসের স্থানে ১৮০ জনের বেশি উদ্ধারকারী কর্মী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।

ভূমিধসের দুদিন আগে থেকেই লেশান শহরে ভারী বৃষ্টিপাত চলছে বলে দেশটির আবহাওয়া ট্র্যাকিং তথ্যে জানা গেছে। সূত্র:এবিসি নিউজ

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ জুন ২০২৩

Back to top button