পশ্চিমবঙ্গ

মমতার দাবি খণ্ডন! দুর্ঘটনার মূল কারণ জানালেন অশ্বিনী বৈষ্ণব

কলকাতা, ০৪ জুন – শুক্রবার সন্ধে পৌনে সাতটা নাগাদ যে দুর্ঘটনা বাহানাগা বাজারে হয়, তারপর প্রায় ৩৮ ঘন্টা পরে রবিবার সকালে রেলমন্ত্রী জানালেন দুর্ঘটনার আসল কারণ চিহ্নিত করা গিয়েছে। শনিবার মতো এদিন সকাল থেকে রেলমন্ত্রী রেল ট্র্যাক পুনরুদ্ধারের কাজের তদারকি করেন।

রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শনিবারের দাবি খণ্ডন করেন। প্রসঙ্গত শনিবার ঘটনাস্থল পরিদর্শনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কবচ না থাকার কারণেই এতবড় বিপর্যয়। এদিন সকালে রেলমন্ত্রী জানিয়েছেন, ইলেকট্রনিক ইন্টারলকিং-এ পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনা। রেলওয়ে নিরাপত্তা কমিশনার শীঘ্রই তদন্ত রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
আইএ/ ০৪ জুন ২০২৩

Back to top button