আফ্রিকা

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ৫৪ উগান্ডান সেনা নিহত

মোগাদিশু, ০৪ জুন – সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতরা সেখানে শান্তিরক্ষী হিসেবে সেখানে কাজ করছিলেন।

রোববার এক প্রতিবেদনে উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি’র বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।

শনিবার মুসেভেনি বলেন, ওই ঘটনার পর ঘাঁটির নিয়ন্ত্রণ হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থি গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

গত শুক্রবার ভোরে আল শাবাবের সদস্যরা সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুলামারে ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

অন্যদিকে আল শাবাব জানায়, তারা ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে। এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই করে চলেছে।

সূত্র: সমকাল
আইএ/ ০৪ জুন ২০২৩

Back to top button