জাতীয়

বিদ্যুতের বিল তো বাকি রাখি নাই, কয়লার বিল বাকি কেন

নরসিংদী, ০৩ জুন – জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, মানুষকে বিভ্রান্ত করে লাখ লাখ টাকা তছরুপ করেছে সরকার। দেশের মানুষের দুর্দশার দায় বর্তমান সরকারের।

শনিবার (৩ মে) নরসিংদী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ দিতে পারছে না। কারণ, তেল ও কয়লা কেনার পয়সা নেই। এখন সাধারণ মানুষের প্রশ্ন, বিদ্যুতের বিল তো বাকি রাখি নাই তাহলে কয়লার বিল বাকি কেন? দেশের মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ, ফ্যাক্টরিগুলো বিদ্যুৎ পাচ্ছে না।

তিনি বলেন, বাংলাদেশ এখন অত্যন্ত দুঃসময় পার করছে। সাধারণ মানুষের মাঝে চরম দুর্দশা চলছে। জিনিসের দামে ঊর্ধ্বগতি চলছে। সাধারণ মানুষ জানে না সামনের দিনগুলোতে কি হবে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। আওয়ামী লীগ খাইতে খাইতে আর কি খাবে বুঝে না। বিএনপি একবার বলে তত্ত্বাবধায়ক আবার বলে সংবিধান। আর আমরা বলি জনগণের মুক্তি চাই।

নরসিংদী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু।

নরসিংদী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ফখরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগির সিকদার লোটন, হাবিবুর রহমান ভূইয়া, মোজাম্মেল হক লাভলু, হেনা খান পন্নি, মোহাম্মদ মনির হোসেন, নেওয়াজ আলী ভূইয়া, আবুল হাসনাত মাসুম, ফররুখ আহমদ প্রমুখ।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৩ জুন ২০২৩

Back to top button