পশ্চিমবঙ্গ

কুন্তলের মুখে শুভেন্দু অধিকারীর নাম, কোর্ট চত্বরে বিস্ফোরক দাবি অভিযুক্তের

কলকাতা, ০২ জুন – আদালত থেকে বেরনোর সময় ফের বিস্ফোরক বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এবার তাঁর টার্গেট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের দাবি, বিজেপির ইশারায় চলছে ইডি। শুভেন্দু অধিকারীরা গত ৩০ মে’র কললিস্ট খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন কুন্তল।

শুক্রবার আলিপুর আদালতে যাওয়ার সময় কুন্তলের সাংবাদিকদের সামনে অভিযোগ করেন যে ইডি (ED) তদন্তকে ভুলপথে চালিত করছে। তাঁকে এও বলতে শোনা যায়, সাহস থাকলে তাঁর বয়ান সামনে আনুক তদন্তকারীরা। আদালত থেকে বেরনোর সময়েও ইডি’র বিরুদ্ধে একহাত নেন কুন্তল। তিনি বলেন, “আমার ১ ফেব্রুয়ারির স্টেটমেন্ট নিয়ে ইডি মিথ্যে বলছে। আদালতে ফাঁসাছে। ইডি মিথ্যাচারের ভিত্তিতে তদন্ত করছে। কাকুকে আমি কোনও টাকা দিইনি। ইডি বিজেপির ক্যাডার হয়ে কাজ করছে। তারা পাবলিক সার্ভেন্ট। তাদের বস শুভেন্দু অধিকারী নন। শুভেন্দু অধিকারী ফোন চেক করা হোক। ৩০মে শুভেন্দু কতবার ইডি অফিসারদের ফোন করেছিলেন দেখা হোক।” ইডি শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে কেন গ্রেপ্তার করছে না, সে প্রশ্নও তোলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা।

এদিন কুন্তল ঘোষ-সহ তিনজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। চার্জশিটের ব্যাখ্যা চেয়ে সিবিআইকে দু’দিন সময় দিয়েছিলেন বিচারক। তবে বিচারকের কাছ থেকে সিবিআই এক মাস সময় চান। বিচারক বলেন, “এতদিন সময় দেওয়া যাবে না। আজই দেওয়ার কথা ছিল। আপনারা অত্যন্ত ক্যাজুয়াল।” শেষ পর্যন্ত আরও ১৪ দিন সময় দেন বিচারক। এরপর কার্যত গর্জে ওঠেন কুন্তল। তিনি বলে ওঠেন, “জেলের জিজ্ঞাসাবাদে আমি যা বলেছি, সব খবরের কাগজে হুবহু বেরিয়েছে।” সিবিআইয়ের আইনজীবী কার্যত ভুল স্বীকার করেন। বলেন, “এটা হয়ে থাকলে ভুল। আমি কর্তৃপক্ষকে জানাব।”

সূত্র: সংবাদ প্রতিদিন
আইএ/ ০২ জুন ২০২৩

Back to top button