ঢালিউড

আসন্ন সিনেমা ‘প্রিয়তমা’য় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা শবনম বুবলীর অভিনয়ের গুঞ্জন ছিল।

ঢাকা, ০২ জুন – তিন অভিনেত্রী ও স্বামী শরিফুল রাজের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

এরই মধ্যে বৃহস্পতিবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় এক স্ট্যাটাস দেন এই চিত্রনায়িকা। সেই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করে পরীমনি লেখেন— ‘দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন আমাকে। বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পড়তে যাবেন না দিদি।

ক্ষোভ প্রকাশ করে পরীমনি আরও লেখেন, এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না আপনাকে। আর কোনো করুণা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।

এমন স্ট্যাটাস দেখে অনেকেই ভাবছেন, কার উদ্দেশে এমনটি লিখলেন নায়িকা? পরীমনি কারও নাম না বললেও দেশের কয়েকটি সংবাদমাধ্যম তাদের খবরে সিনিয়র একজন নায়িকার কথা উল্লেখ করেছেন। এর আগেই সিনিয়র সেই নায়িকা পরীমনির বাড়ি-গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আইএ/ ০২ জুন ২০২৩

Back to top button