জাতীয়

বিদেশের ছয় মিশনে রদবদল আনা হচ্ছে

ঢাকা, ০১ জুন – বিদেশের ছয়টি বাংলাদেশ মিশনে রদবদল আনা হচ্ছে। এগুলো হচ্ছে- ইতালি, মালয়েশিয়া, মিশর, ভিয়েতনাম, টরন্টো ও পর্তুগাল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হচ্ছে। আর মালয়েশিয়ায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনার গোলাম সারওয়ার সার্কের মহাসচিব হিসেবে যোগ দেবেন।

বর্তমানে মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন মনিরুল ইসলাম। নতুন রদবদলে তিনি ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন। এদিকে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ মিসরে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন।

এছাড়া, মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন। আর পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানের অবসরে যাওয়ার কথা রয়েছে।

এদিকে টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমানকে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০১ জুন ২০২৩

Back to top button