ইসলাম
তাওয়াফের সময় হাজিরা যে দোয়াগুলো পড়বেন
তাওয়াফের সময় রুকনে ইয়ামেনি থেকে হাজরে আসওয়াদের মাঝখানে ‘রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাওঁ, ওয়া ফিল আখিরাতি হাসানাতাওঁ, ওয়াকিনা আজাবান্নার। ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার, ইয়া আজিজু, ইয়া গাফফার, ইয়া রব্বাল আলামিন’ দোয়াটি বেশি বেশি পড়া যেতে পারে।
তাওয়াফের চক্করের হিসাব রাখতে হাতে সাত দানার তসবিহ অথবা গণনাযন্ত্র রাখতে পারেন। তাহলে সাত চক্কর ভুল হবে না। এ সময় যে দোয়া, সুরা, আয়াত মনে আসে, তা দিয়ে দোয়া করবেন। দোয়া মনে মনে পড়াই ভালো।
আইএ