উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়াতে ভোটাভুটি

ওয়াশিংটন, ০১ জুন – যুক্তরাষ্ট্রকে ঋণখেলাপি হওয়ার হাত থেকে রক্ষায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ঋণসীমা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। দেশটির ঋণ করার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া আছে ৩১.৪ ট্রিলিয়ন ডলার। কিন্তু গত জানুয়ারিতেই সরকারি ঋণ এই সীমায় পৌঁছে গেছে।

ঋণসীমা নিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এবং হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে আগেই ঐকমত্য হয়েছে।

এসংক্রান্ত বিলটি গতকাল বুধবার ভোটাভুটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ওঠার কথা। দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতার বিষয়টি হাউস অব রুলসে ৭-৬ ভোটে অনুমোদিত হয়েছ। ফলে এখন তা পুরো কংগ্রেসের নিম্নকক্ষে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। তবে রিপাবলিকান পার্টির দুজন সদস্য চিপ রয় ও রালফ নরম্যান পার্টির সঙ্গে দ্বিমত করে বিলের বিরোধিতা করছেন।

হাউস অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানদের কিঞ্চিৎ সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই সঙ্গে দুজন রিপাবলিকানের পার্টির সঙ্গে দ্বিমত করার ঘটনায় এটা পরিষ্কার, এই বিল পাস করাতে ডেমোক্র্যাটদের সাহায্য লাগবে।

প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলটি সিনেটে যাবে। আগামী ৫ জুনের আগে এই বিলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে, তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হবে। সেটা হলো, সরকারের আর্থিক দায় মেটানোর মতো অবস্থা তখন তাদের থাকবে না।

সে রকম পরিস্থিতি হলে, অর্থাৎ দায় মেটানোর মতো অবস্থা সরকারের না থাকলে বা তাদের যদি শুধু বিশেষ কিছু ব্যয় মেটাতে বাধ্য হতে হয়, তাহলে মার্কিন অর্থনীতি তো বটেই, পুরো বৈশ্বিক অর্থনীতিতেই টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হবে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০১ জুন ২০২৩

Back to top button